|
চিত্র : তবু মনে রেখো |
- বইয়ের নাম : তবু মনে রেখো
- লেখকের নাম : দেবদাস কুন্ডু
- প্রচ্ছদ : অলীক চেতনা পত্রিকা দপ্তর
- প্রকাশনী : অলীক চেতনা পত্রিকা দপ্তর
- ধরণ : ই-বুক
- পৃষ্ঠাসংখ্যা : ১৪১
- দেশ : ভারতবর্ষ
- ভাষা : বাংলা
- বিভাগ : গল্পগ্রন্থ
- মূল্য : মাত্র ৫০ টাকা
|
বিজ্ঞাপন চিত্র |
কর্ম জীবনের ফাঁকে সাহিত্য ভাব লেখকের মনে যে অনুভূতির আলোড়ন ঘটিয়েছে সে সবের অতীব বাস্তবায়ন করতে গিয়েই সৃষ্টি এই গ্রন্থের। চলার পথে ছোট ছোট পদক্ষেপ নিতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা দাগ কেটেছে লেখকের মনে। প্রেম ও অনুভূতি দিয়ে যেভাবে জীবনকে তিনি গ্রন্থে তুলে ধরেছেন, তা জীবন শিক্ষায় এক অভিনব প্রয়াস।
|
লেখক দেবদাস কুন্ডু |
দেবদাস কুন্ডু , বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত মানুষ। কর্ম জগতের ফাঁকে মনপ্রাণ দিয়ে সাহিত্য চর্চাও করতেন, সেই পথেই এগিয়ে যাচ্ছেন ক্রমশ বৃহত্তর স্বার্থে। ভিন্ন মুখী লেখা দিয়েই সাজানো তাঁর এই গ্রন্থ। জন্ম সূত্রে তিনি কলকাতার বাসিন্দা এবং একজন সফল পরিশ্রমী ব্যক্তিত্ব। তাঁর অন্যান্য লেখা যেভাবে পাঠকদের প্রাণবন্ত করে তুলেছে, আশা করি ঠিক সেভাবেই এই গ্রন্থটিও তাঁর মণিকোঠায় স্থান পাবে।
- গ্রন্থের কিছু অংশ বিশেষ :
0 Comments
বইটি সম্পর্কে নিজের মতামত জানান এবং ১ থেকে ৫ এর মধ্যে রেটিং করুন।